ধানমন্ডি-৩২ এ রিকশা চালককে গণপিটুনি
- আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 136
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গণপিটুনির শিকার হয়েছেন আজিজুর রহমান নামে একজন রিকশা চালক। তার দাবি, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক নেত্রী শেখ হাসিনার বাবা ও সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি। পরে তিনি জনরোষে পড়েন। জনতা তাকে গণপিটুনি দিয়ে সেই এলাকা থেকে বের করে দেয়।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামে। তিনি ঢাকায় রিকশা চালান। তার বাবার নাম আতিয়ার রহমান। এই ব্যক্তি একটি ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। তিনি পুলিশের বেরিকেড উপক্ষা করে ধানমন্ডি-৩২ এর দিকে এগোতে থাকেন। তখন উপস্থিত জনতা তাকে আটকায় এবং জানতে চায় তিনি কোথায় যাচ্ছেন। এসময় সেই রিকশা চালক সরল স্বীকারোক্তি দেন। তিনি শেখ মুজিবের বাড়িতে যাবেন এবং সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন। পরে জনতার সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তাকে বের করে দেয়।
রিকশা চালক আজিজুর বলেন, আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।
তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।
তাকে মারধর করা হচ্ছে দেখে দৌড়ে আসেন সেখান ডিউটিরত পুলিশ সদস্যরা। পরে তারা তাকে হেফাজতে নেন। এরপর তাকে নিরাপদে সেখান থেকে বের করে দেয়।
এই ঘটনা ছাড়াও সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে নারীসহ বেশ কয়েকজন হেনস্তার শিকার হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার রাতে দুইজনকে গ্রেফতারও করা হয়।

















