যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১২ দেশে ১৫ ফার্স্ট সেক্রেটারি নিয়োগ দিচ্ছে সরকার
- আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 298
যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালিসহ ১২ দেশের পনেরোটি মিশনে ১৫ জন ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) নিয়োগ দিচ্ছে সরকার। এছাড়া আরও চার দেশে চারজন সেকেন্ড সেক্রেটারি নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বিদেশের বিভিন্ন মিশনে প্রথম ও দ্বিতীয় সচিব নিয়োগের জন্য ইতোমধ্যে গোয়েন্দা প্রতিবেদন পেয়েছে সরকার। এরপর শর্ট লিস্টের কর্মকর্তাদের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই এ কর্মকর্তাদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হবে।
কাকে কোথায় পদায়ন করা হবে
ফার্স্ট সেক্রেটারি হওয়ার তালিকায় রয়েছেন প্রায় ১৫ কর্মকর্তা। তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) তাহমিনা তারিনকে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে পদায়ন করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে প্রথম সচিব হিসেবে পদায়ন করা হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামরুন নাহারকে, বিদ্যুৎ বিভাগ সিনিয়র সহকারী সচিব লামইয়া সাইফুলকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে পদায়ন করা হবে, রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনকে পদায়ন করা হচ্ছে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার সিনিয়র সহকারী সচিব এ. ডব্লিউ, এম রায়হান শাহ্কে পদায়ন করা হচ্ছে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে।
এছাড়া বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপপ্রধান (সিনিয়র সহকারী সচিব) মো. আব্দুল জব্বারকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইংয়ে প্রথম সচিব হিসেবে পদায়ন করা হচ্ছে, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীরকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আনিচুর রহমানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবিদুর রহমানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার একান্ত সচিব) মো. মুসফিকুল আলম হালিম বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুনকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মো. সৈকত ইসলামকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসেপাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে, নাটোরের নলডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হককে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইংয়ে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিউর রহিম জাদিদকে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে পদায়ন করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, জর্ডান, হংকং, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব হিসেবে পদায়ন করা হতে পারে আরও অন্তত চার কর্মকর্তাকে। এদের মধ্যে বর্তমানে স্বরাষ্ট্র সচিবের পিএস মো. রাহাত বিন কুতুবও রয়েছেন।
যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পিএস মো. রাহাত বিন কুতুব, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ে দ্বিতীয় সচিব হিসেবে নীলফামারীর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হককে, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমাকে পদায়ন করা হচ্ছে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের দ্বিতীয় সচিব হিসেবে এবং জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের দ্বিতীয় সচিব হিসেবে পদায়ন করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার জি এম রাশেদুল ইসলামকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বেশকিছু কর্মকর্তার শর্ট লিস্ট করেছি৷ সেসব কর্মকর্তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটেশনে ন্যস্ত করা প্রয়োজন হয়। আমরা আমাদের শর্ট লিস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠিয়ে দিয়েছি৷ এর পরবর্তী ধাপের কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই সম্পন্ন হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অতীতে একাধিক দূতাবাসে কর্মকর্তা স্বল্পতার কারণে পাসপোর্ট ও ভিসা কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নতুন নিয়োগের ফলে এসব সমস্যা অনেকাংশে দূর হবে।
শর্ট লিস্টে তালিকাভুক্ত এমন একজন তার নাম গোপন রাখার শর্তে বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিচ্ছে তা অত্যন্ত সম্মানের ও চ্যালেঞ্জের। অতীতে সেবামূলক উদ্ভাবনী কাজের জন্য পুরস্কৃত হয়েছি। সামনেও মানুষকে সেবা দিতে চাই। আমি মনে করি, প্রবাসীদের সেবায় নিয়োজিত হওয়া জাতীয় দায়িত্বের অংশ। আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সেবা পৌঁছে দিতে চাই। প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ও মানসম্পন্ন কনস্যুলার সেবা দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই পদায়নের মাধ্যমে দেশের বাইরে থেকেও যেন দেশের জন্য অবদান রাখতে পারি— সেটিই আমার লক্ষ্য।






















