কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়
- আপডেট সময় : ১২:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 262
সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শারীরিক অসুস্থতা জনিত কারণে সফর মুলতবি রেখেই ঢাকায় ফিরে এসেছেন তিনি।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০ টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে (এয়ার অ্যাম্বুলেন্সে) উপদেষ্টা’কে ঢাকায় নিয়ে আসা হয়।
এর আগে রাত সাড়ে ৯ টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে যান উপদেষ্টা।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপদেষ্টা’কে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, “ফুড পয়েজনিং এর কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিলো। এখন তিনি কিছুটা ভালো অনুভব করছেন। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে তিনি ঢাকায় ফিরে গেছেন।”
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, “শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকা ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিলো সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে সরকারি সফরে আসেন এবং শনিবার বিকেল পর্যন্ত সফরসূচি অনুযায়ী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।



















