ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 68

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের দিন (মঙ্গলবার) হঠাৎ করেই কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এনসিপি বলছে বিষয়টি গুজব। এবার এ নিয়ে মুখ খুলেছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন౼মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে। যদিও এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

এদিকে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

অন্যদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

আপডেট সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের দিন (মঙ্গলবার) হঠাৎ করেই কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এনসিপি বলছে বিষয়টি গুজব। এবার এ নিয়ে মুখ খুলেছে মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন౼মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করে। যদিও এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

এদিকে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

অন্যদিকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠকের অভিযোগ তুলে উখিয়ার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হোটেলের সামনে বিক্ষোভ করেছেন।