ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

গুম-খুনের ৪৫০ অভিযোগ

ট্রাইব্যুনালে ৩০ মামলায় ২০৯ আসামি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 54

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম ও খুনের শিকার হয়েছেন রাজনীতিবিদ, আলেম, সুশীল সমাজসহ বিভিন্ন পেশার মানুষ। দীর্ঘদিন এই অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা বিচারপ্রক্রিয়ায় আসতে সাহস পাননি।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে বর্তমান সরকারের আগের সরকার পতিত হওয়ার পর আইন সংশোধনের মাধ্যমে নির্যাতিতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানিয়েছেন, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান ও গুম-খুন-নির্যাতনের মোট ৪৫০টি অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন মামলার সংখ্যা ৩০টি। এর মধ্যে চারটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়েছে, দুই মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

মোট ২০৯ জন আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৮৪ জন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে সাবেক মন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা রয়েছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ডিসেম্বরের মধ্যেই কয়েকটি জুলাই হত্যাকাণ্ড মামলার বিচার শেষ হবে। গত এক বছরে বিচার কাজে অগ্রগতি রয়েছে এবং এ বছরের মধ্যেই আরও বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন সম্ভব।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে গঠিত হয় ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। এতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকার বদলের পর প্রসিকিউটর পদত্যাগ করায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নতুন প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, যেখানে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান হন।

২০২৪ সালের ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়, যেখানে হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুম-খুনের ৪৫০ অভিযোগ

ট্রাইব্যুনালে ৩০ মামলায় ২০৯ আসামি

আপডেট সময় : ১১:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম ও খুনের শিকার হয়েছেন রাজনীতিবিদ, আলেম, সুশীল সমাজসহ বিভিন্ন পেশার মানুষ। দীর্ঘদিন এই অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা বিচারপ্রক্রিয়ায় আসতে সাহস পাননি।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে বর্তমান সরকারের আগের সরকার পতিত হওয়ার পর আইন সংশোধনের মাধ্যমে নির্যাতিতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানিয়েছেন, এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান ও গুম-খুন-নির্যাতনের মোট ৪৫০টি অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন মামলার সংখ্যা ৩০টি। এর মধ্যে চারটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়েছে, দুই মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

মোট ২০৯ জন আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৮৪ জন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে সাবেক মন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা রয়েছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ডিসেম্বরের মধ্যেই কয়েকটি জুলাই হত্যাকাণ্ড মামলার বিচার শেষ হবে। গত এক বছরে বিচার কাজে অগ্রগতি রয়েছে এবং এ বছরের মধ্যেই আরও বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন সম্ভব।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে গঠিত হয় ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। এতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকার বদলের পর প্রসিকিউটর পদত্যাগ করায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নতুন প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।

১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, যেখানে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার চেয়ারম্যান হন।

২০২৪ সালের ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়, যেখানে হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।