শিরোনাম :
জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলিত হয়নি : এবি পার্টি
- আপডেট সময় : ১১:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 44
আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলাম তার পুরোপুরি তাতে উঠে আসেনি।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হলে সবার আশা পূরণ হবে।’
দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে চব্বিশের আবেগ নেই৷ দু-একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে।
















