ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চায় সরকার Logo নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা Logo চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা Logo সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ Logo ফের কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা Logo আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর Logo বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: মির্জা ফখরুল Logo আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনে আইনের তত ধারা: অ্যাটর্নি জেনারেল Logo ৪১ দেশে ৪১ শতাংশ আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক: আইইডিসিআর

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

  • আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 48

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজকের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা টাকা না পেয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক আসে। তাঁদের মধ্যে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরে থাকেন।

পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর বরাত দিয়ে জানানো হয়েছে, ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপের একটি নম্বর থেকে তাঁকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে সে সময় তিনি বিষয়টি পুলিশকে জানাননি। ব্যবসায়ী মনে করছেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ীকে মামলা করতে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজকের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা টাকা না পেয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক আসে। তাঁদের মধ্যে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরে থাকেন।

পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর বরাত দিয়ে জানানো হয়েছে, ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপের একটি নম্বর থেকে তাঁকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে সে সময় তিনি বিষয়টি পুলিশকে জানাননি। ব্যবসায়ী মনে করছেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ীকে মামলা করতে বলা হয়েছে।’