ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

কারাগারেই নথি সই করবেন নাসা গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 20

কারাবন্দী নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো সচলে উদ্যোগ নিয়েছে সরকার।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, গত রোববার আমাদের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক বৈঠক করেছে। তারা সেই সাপোর্ট দিচ্ছে যাতে তারা এলসি খুলে ব্যবসাটা চালু করতে পারে। শ্রমিকদের ব্যকারত্ব ঠেকানো, শ্রমিক বিক্ষোভ ঠেকানো এবং রপ্তানিটা ধরে রাখায় আমাদের মুখ্য বিষয়।

গ্রুপের কিছু সম্পদ বিক্রিসহ প্রতিষ্ঠানগুলো সচল রাখার স্বার্থে নথিপত্রে স্বাক্ষর লাগবে গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের।

এ প্রসঙ্গে শ্রম সচিব জানান, কারাবন্দী চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার বিশেষ সুবিধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, এই ডকুমেন্টেশনের জন্য তার যেখানে সই-স্বাক্ষর লাগবে, সেই সাপোর্ট যেন তাদের ম্যানেজমেন্ট পেতে পারে সে জন্য নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আইজি প্রিজনকে বলেছি।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতে অন্যতম বড় শিল্পগ্রুপ নাসা। আবাসন ও ব্যাংকিং খাতেও তাদের ব্যবসা রয়েছে। নাসার শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো ২০২৩ সালে ৪ হাজার ৫৮০ কোটি টাকা, এবং ২০২৪ সালে ৩ হাজার ২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। কিন্তু গত অক্টোবরে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বড় অংকের অর্থপাচারের অভিযোগও আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারাগারেই নথি সই করবেন নাসা গ্রুপের চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

কারাবন্দী নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো সচলে উদ্যোগ নিয়েছে সরকার।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, গত রোববার আমাদের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক বৈঠক করেছে। তারা সেই সাপোর্ট দিচ্ছে যাতে তারা এলসি খুলে ব্যবসাটা চালু করতে পারে। শ্রমিকদের ব্যকারত্ব ঠেকানো, শ্রমিক বিক্ষোভ ঠেকানো এবং রপ্তানিটা ধরে রাখায় আমাদের মুখ্য বিষয়।

গ্রুপের কিছু সম্পদ বিক্রিসহ প্রতিষ্ঠানগুলো সচল রাখার স্বার্থে নথিপত্রে স্বাক্ষর লাগবে গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের।

এ প্রসঙ্গে শ্রম সচিব জানান, কারাবন্দী চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার বিশেষ সুবিধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, এই ডকুমেন্টেশনের জন্য তার যেখানে সই-স্বাক্ষর লাগবে, সেই সাপোর্ট যেন তাদের ম্যানেজমেন্ট পেতে পারে সে জন্য নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আইজি প্রিজনকে বলেছি।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতে অন্যতম বড় শিল্পগ্রুপ নাসা। আবাসন ও ব্যাংকিং খাতেও তাদের ব্যবসা রয়েছে। নাসার শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো ২০২৩ সালে ৪ হাজার ৫৮০ কোটি টাকা, এবং ২০২৪ সালে ৩ হাজার ২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। কিন্তু গত অক্টোবরে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বড় অংকের অর্থপাচারের অভিযোগও আছে।